-নৌ যোগাযোগ-
১। ঢাকার গুলিস্তান গোলাপ শাহের মাজার থেকে বাস যোগে অথবা মেহাম্মদপুর বসিলা ব্রীজের সামনে থেকে সিএনজি/অটোরিক্সা যোগে চরমৈনট ঘাটে আসতে হবে। এরপর ট্রলারে (১ঘন্টা) বা স্পিডবোটে (১৫মিনিট) গোপালপুর ঘাটে নেমে রিক্সায়/লেগুনায় চরভদ্রাসন উপজেলা স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে ইজিবাইক/মাহেন্দ্র যোগে ফরিদপুর সদরে আসতে হবে।
২। গোয়ালন্দ ঘাট থেকে বাস যোগে ফরিদপুর আসা যায়।
-সড়ক যোগাযোগ-
১। দেশের যেকোনো স্থান থেকে বাস যোগে ফরিদপুর আসা যায়।
-রেল যোগাযোগ-
ফরিদপুরের সাথে দেশের অন্যান্য জেলার রেল যোগাযোগ বিদ্যমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS