ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)
ক) নির্বাচিত ইউনিয়ন সমূহের স্থানীয় মৎস্য চাষিদের অংশগ্রহন নিশ্চিত করে উন্নত মৎস্যচাষ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা।
খ) মৎস্যচাষ ও বিভিন্ন মৎস্য সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
গ) মৎস্যচাষ সংক্রান্ত পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রাতিষ্ঠানিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণ।
ঘ) স্থানীয় জলজ সম্পদের সুষম ব্যবহারের জন্য ইউনিয়ন পরিষদকে কাযকর প্রতিষ্ঠান হিসাবে মৎস্য বিষয়ক সকল উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ।
ঙ) মৎস্য অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, লিফ এবং স্থানীয় মৎস্যচাষিদের সমন্বয়ে মাঠপর্যায়ে স্থায়িত্বশীল সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন ভিত্তিক মৎস্যচাষ সম্প্রসারণ পদ্ধতি প্রতিষ্ঠা করা।
মূল কার্যক্রমঃ
- প্রকল্প সময়সীমার মধ্যে 1,05,550 জন সুফলভোগীর মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।
- 3000 টি কার্প নার্সারি ফলাফল প্রদর্শনী, 3000টি কার্প মিশ্রচাষ ফলাফল প্রদর্শনী, 3000টি মনোসেক্স তেলাপিয়া চাষ ফলাফল প্রদর্শনী, 1500টি পাঙ্গাস চাষ ফলাফল প্রদর্শনী, 1000টি গলদা/বাগদা-কার্প মিশ্রচাষ ফলাফল প্রদর্শনী, 500টি কৈ/শিং/মাগুর চাষ ফলাফল প্রদর্শনী, 1000টি ধানক্ষেতে মাছচাষ ফলাফল প্রদর্শনী স্থাপন।
- 1000টি সিবিজি স্থাপন {(কার্পমিশ্রচাষ/পাংগাস/তেলাপিয়া চাষ (650টি সিবিজি), পেনে মাছ চাষ (50টি সিবিজি) এবং খাঁচায় মাছচাষ (300টি সিবিজ)}
- 08টি প্রশিক্ষণ কেন্দ্রের (ডরমেটরিসহ) সম্প্রসারন ও সংস্কার।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২য় পর্যায়)
প্রকল্পের উদ্দেশ্যঃ প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষিদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সুনির্দিষ্ট জেলাসমুহে বিপণন ব্যবস্থায় তাদের প্রবেশাধিকার উন্নয়ন।
মূল কার্যক্রমঃ
১. সিআইজি গঠন ও প্রযুক্তি সম্প্রসারণ
২. মাছ বাজারজাতকরন প্রক্রিয়া উন্নতিকরণ
ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্যঃ
- নির্বাচিত ইউনিয়নসমূহের স্থানীয় মৎস্য চাষিদের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নত মৎস্যচাষ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা।
- মৎস্যচাষ ও বিভিন্ন মৎস্য সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
- মৎস্যচাষ সংক্রান্ত পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রাতিষ্ঠানিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণ।
- স্থানীয় জলজ সম্পদের সুষম ব্যবহারের জন্য ইউনিয়ন পরিষদকে কাযকর প্রতিষ্ঠান হিসাবে মৎস্য বিষয়ক সকল উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ।
- মৎস্য অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, লিফ এবং স্থানীয় মৎস্যচাষিদের সমন্বয়ে মাঠপর্যায়ে স্থায়িত্বশীল সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন ভিত্তিক মৎস্যচাষ সম্প্রসারণ পদ্ধতি প্রতিষ্ঠা করা।
মূল কার্যক্রমঃ
১. মৎস্যচাষ প্রযুক্তি প্যাকেজের আওতায় প্রদর্শনী খামার ও সিবিজি প্রদর্শনী খামার স্থাপন
২. মৎস্যচাষি, লিফ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান
জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্যসমূহঃ
- টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টাকে ত্বরান্বিত করা;
- পতিত জলাশয় সংস্কারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করে পুষ্টির চাহিদা পূরণ;
- মাছ চাষের উন্নত প্রশিক্ষণ, সম্প্রসারণ সেবা এবং মৎস্য চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মধ্যমে গ্রামীণ দরিদ্র মৎস্য চাষী, মৎস্যজীবী, বেকার যুবক ও দুস্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা ;
- সমাজভিত্তিক মৎস্যচাষ ব্যবস্থার সূচনা করা এবং উন্নয়নকৃত জলাশয়ে সুফলভোগীদের অধিকার প্রতিষ্ঠা করা এবং পতিত জলাশয় সংস্কারের মাধ্যমে আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা।
মূল কার্যক্রমঃ
- সরকারি/আধাসরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয় পূণঃখনন ও সংস্কার
- গ্রুপ গঠন ও মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান
- প্রদর্শনী স্থাপন